শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

তুরস্কে ভেজাল মদপানের ফলে ১৫২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:৪৪

শেয়ার

তুরস্কে ভেজাল মদপানের ফলে ১৫২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

তুরস্কে ভেজাল মদপানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৫২ জন মারা গেছেন। বুধবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার তুরস্কের সংবাদমাধ্যমে ভেজাল মদপানে মৃত্যুর হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। সেই সময় জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে ভেজাল মদ্যপানের কারণে প্রাণ হারিয়েছেন ১৩৩ জন। তাদের মধ্যে ৭০ জন ইস্তাম্বুলের এবং ৬৩ জন আঙ্কারার। বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন ৩৬ জন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে মদ নিষিদ্ধ নয়। তবে বিপুল পরিমাণের কর বসানোর কারণে গত কয়েক বছর ধরেই মদের দাম বাড়ছে দেশটিতে। মদ প্রস্তুতকারক কোম্পানিগুলোর ওপর ব্যাপক মাত্রায় কর আরোপ ও বিধিনিষেধ জারি করা হয়েছে। 

২০২৫ সালে সর্বশেষ মদ এবং তামাকজাত পণ্যের ওপর নতুন কর বসিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার।

ভেজাল মদ্যপানের ফলে তুরস্কে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। তবে চলতি বছরে অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু মদ প্রস্তুতকারক অপেক্ষাকৃত অনেক কম দামে ঘরে তৈরি মদ বিক্রি করছে। প্রথমদিকে তারা তাদের পণ্য শুধু মদ্যপায়ী গ্রাহকদের কাছে বিক্রি করতো। বর্তমানে বিভিন্ন দোকান এবং রেস্তোরাঁতেও পাওয়া যাচ্ছে এই মদ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আনাদোলু বলেছে, ভেজাল মদ উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ৯৮৩ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ৪ লাখ ৪৫ হাজার ১৬ লিটার ভেজাল মদও জব্দ করা হয়েছে।

banner close
banner close