
কুকুরের ওপর নির্যাতন চালানোয় মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগামাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের বাইরে কুকুরকে শক্ত কোনো কিছু দিয়ে প্রচন্ড জোরে জোরে আঘাত করছেন ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশি। তাকে দেশটির জোহর এলাকার সিনাই থেকে গ্রেপ্তার করা হয়। সেখানেই কুকুরটির ওপর এমন পাশবিক আচরণ করেন তিনি।
কুলাই বিভাগ পুলিশ প্রধান তাঙ সেঙ লি জানিয়েছেন, এই বাংলাদেশিকে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। সেখানে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। তিনি এক বিবৃতিতে বলেছেন, “পুলিশের নজরে একটি ভাইরাল ভিডিও আসে। সেখানে এক ব্যক্তিকে কুকুরের ওপর নির্মমতা করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ করা হয় ‘আপডেটইনফো১১’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এরপর ৩৩ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সিনাইয়ের একটি দোকানের সামনে গত ২৪ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় আছে। এবং একটিকে দেখভাল করছেন স্থানীয় এক ব্যক্তি।
কুকুরের ওপর নির্যাতনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে দণ্ডবিধি ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫ এর ২৯(১) এর ধারা অনুযায়ী। এই ধারায় দোষী সাব্যস্ত হলে ওই বাংলাদেশিকে তিন বছরের বেশি সময় কারাদণ্ড সঙ্গে জরিমানা করা হবে।
এদিকে সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে দেশটির সাধারণ মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখান। এরপরই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তবে তার নাম বা পরিচয় কোনো কিছু জানায়নি মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো।
আরও পড়ুন: