শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

রমজান ও ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া কমালো ইন্দোনেশিয়া  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ১০:৩৬

শেয়ার

রমজান ও ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া কমালো ইন্দোনেশিয়া  
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। একইসঙ্গে দেশটির বেশ কয়েকটি প্রধান মহাসড়কেও টোল কমানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

পবিত্র এই মাস ও ঈদ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের নিজের পরিবারের কাছে ছুটে যাওয়াকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া এবং সংবাদমাধ্যম দ্যা স্টার।

বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মূলত রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। তখন আকাশপথে ভ্রমণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে, স্থানীয় ভাষায় এটাকে মুদিক বলা হয়।

জাকার্তা এবং সুরাবায়ার মতো প্রধান শহরগুলোতে ঈদের আগে বাড়ি ফেরার ভিড়ও বিশেষত তীব্র হয়ে যায়। পরিবারের টানে নিজের এলাকায় ফিরে যান ভ্রমণকারীরা। এ সময় ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলোতে উপচেপড়া ভিড় থাকে, একইসঙ্গে মহাসড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়ে থাকে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোলও কমানো হবে।

ইন্দোনেশীয় এই প্রেসিডেন্ট বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।’

 

 

 

banner close
banner close