শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ইউক্রেনকে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ১২:১৫

শেয়ার

ইউক্রেনকে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দিচ্ছে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দিতে চুক্তি করেছে যুক্তরাজ্য। এই ঋণ ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যে দেয়া হচ্ছে, যাতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা যায়।

রোববার এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইউক্রেনের প্রেসিডেন্ট।

ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউক্রেনের অর্থমন্ত্রী সেরহি মার্চেঙ্কো।

এই ঋণের অর্থ ফেরত নেয়া হবে জব্দকৃত রাশিয়ার সম্পদ থেকে পাওয়া লভ্যাংশ থেকে।

শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের কাছে চরম অপমানিত হওয়ার পর বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন ভোলদেমির জেলেনস্কি।

banner close
banner close