শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫ ০৮:৪৪

শেয়ার

মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের  
ছবি: সংগৃহীত

মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে দেশ দুটির ওপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছিলেন।

কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। তবে সেই একমাসের সময়সীমা পার হওয়ার পরই শুল্ক কার্যকরের ঘোষণা দেয়া হলো।

বিবিসি বলছে, কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ মার্কিন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ‘তার আরোপিত এই আমদানি কর যুক্তরাষ্ট্রের প্রতিবেশীদের অবৈধ মাদক এবং অভিবাসীদের দেশে প্রবেশ রোধে আরও পদক্ষেপ নিতে বাধ্য করবে।’

এদিকে ট্রাম্প আমেরিকার দুই বৃহত্তম ব্যবসায়িক অংশীদারের ওপর শুল্ক আরোপ নিশ্চিত করার পরে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবাহ বন্ধ করার জন্য বেইজিং যথেষ্ট কাজ করছে না এমন অভিযোগের প্রতিক্রিয়ায় চীনা পণ্য আমদানির ওপরও ১০ শতাংশ শুল্কও আরোপ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত মাসে ট্রাম্প আরোপিত শুল্ক ছাড়াও বাড়তি এই শুল্ক আরোপ হবে এবং এর ফলে চীনা পণ্যের ওপর শুল্ক ২০ শতাংশে নিয়ে যাবে। তিনটি দেশই (কানাডা, মেক্সিকো ও চীন) বলেছে, তারা শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং এতে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আমেরিকান ভোক্তারা সম্ভবত কিছু পণ্য ক্রয়ের ক্ষেত্রে উচ্চ ব্যয়ের মুখোমুখি হবেন।

banner close
banner close