শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

সিরিয়ার তারতুসে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫ ১১:২৭

শেয়ার

সিরিয়ার তারতুসে ইসরায়েলের বিমান হামলা
ছবি: সংগৃহীত

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের দাবি, তারা একটি সামরিক স্থাপনায় হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল।

অবশ্য হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সানা বলেছে, বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে।

অন্যদিকে ইসরায়েলের চ্যানেল ১৪ আরও জানিয়েছিল, ইসরায়েলি বাহিনী উপকূলীয় শহরের অনির্দিষ্ট স্থানে বিমান হামলা শুরু করেছে। অবশ্য হামলার ঘটনায় বিশদ বিবরণ সংবাদমাধ্যমটি দেয়নি। 

banner close
banner close