বৃহস্পতিবার

৬ মার্চ, ২০২৫
২২ ফাল্গুন, ১৪৩১
৭ রমজান, ১৪৪৬

অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানো স্থগিত যুক্তরাষ্ট্রের  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫ ১০:৪৫

শেয়ার

অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানো স্থগিত যুক্তরাষ্ট্রের  
ছবি: সংগৃহীত

অত্যাধিক ব্যয়ের কারণে সামরিক বাহিনীর উড়োজাহাজে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

সর্বশেষ ১ মার্চ অভিবাসীদের ফেরত পাঠাতে সামরিক বাহিনীর উড়োজাহাজ ব্যবহার করেছিল ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের কর্মকর্তরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে আপাতত আর কোনো পূর্ব নির্ধারিত ফ্লাইট নেই। তারা আরও বলেছেন, সামরিক বিমানে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানো আপাতত স্থগিত রয়েছে এবং এটি স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন।

গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব আদেশের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিবিহীন অভিবাসীদের গ্রেফতার এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি আদেশও ছিল।

ট্রাম্প এই আদেশে স্বাক্ষরের পর থেকে নথিবিহীন অভিবাসীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় অভিযান। বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়।

এই প্রক্রিয়ারই একটি অংশ ছিল মার্কিন সামরিক বাহিনীর সি-১৭ এবং সি-১৩০ উড়োজাহাজ। এ দুই ধরনের সামরিক বিমানে ইতোমধ্যে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছে।

পেন্টাগনের তথ্য অনুসারে, গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩০টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ভারত, গুয়েতেমালা, ইকুয়েডর, পেরু, হন্ডুরাস, পানামা ও গুয়ান্তানামোসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠাতে পরিচালিত এসব ফ্লাইটে ইতোমধ্যেই ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠাতে কয়েক বার ভারতে ফ্লাইট পরিচালনা করেছে পেন্টাগন, প্রতিটি ফ্লাইটে খরচ হয়েছে ৩০ লাখ ডলার। এক হিসেবে দেখা গেছে, গ্রেফতার নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠাতে মাথাপিছু ব্যয় হচ্ছে অন্তত ২০ হাজার ডলার।

এ ছাড়া লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তাদের বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর কোনো উড়োজাহাজকে আর স্বাগত জানাবে না তারা। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সামরিক বিমানে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

banner close
banner close