শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

জার্মানিতে ১১ বিমানবন্দরে ধর্মঘটের ডাক, হাজার হাজার ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ২০:৪৯

শেয়ার

জার্মানিতে ১১ বিমানবন্দরে ধর্মঘটের ডাক, হাজার হাজার ফ্লাইট বাতিল
বুধবার রাতে কোলন-বন বিমানবন্দরের রাতের শিফটে অনুপস্থিত ছিলেন নিরাপত্তা কর্মীরা৷ তখন থেকেই ধর্মঘটের সূচনা । ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার জার্মানির ১১টি বড় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ধর্মঘটে৷ এর ফলে এক হাজারটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, যা ঝামেলায় ফেলেছে প্রায় দুই লাখ যাত্রীকে, জানাচ্ছে জার্মানির বিমানবন্দর সংস্থা এডিভি৷

বুধবার রাতে কোলন-বন বিমানবন্দরের রাতের শিফটে অনুপস্থিত ছিলেন নিরাপত্তা কর্মীরা৷ তখন থেকেই ধর্মঘটের সূচনা৷

কর্মী ইউনিয়ন ভের্দি'র মুখপাত্র ও্যৎসে টারিম জানান যে কোলন-বন বিমানবন্দরে ধর্মঘটে বসেন বিমানবন্দরের একশ শতাংশ কর্মী৷

‘‘সাফল্যের সাথে শুরু হলো ধর্মঘট'', বলেন তিনি৷ দিনের প্রায় ৮০ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে বলেও জানান টারিম৷

ভেরদি ধর্মঘটের ডাক দিলে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, ব্রেমেন, লাইপজিশ, ড্যুসেলডর্ফ, কোলন, হানোফার, স্টুটগার্ট, এরফুর্ট ও ড্রেসডেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা কর্ম বিরতিতে যান৷

বার্লিন, হামবুর্গ, হানোফার ও স্টুটগার্ট থেকে কোনো ফ্লাইট ছাড়েনি, অন্যান্য ফ্লাইট নামতেও ব্যাপক দেরি হয়৷

অন্যদিকে ড্যুসেলডর্ফ বিমানবন্দরে মোট ফ্লাইটের এক-তৃতীয়াংশ বাতিল হয়৷ টারিম জানান, সেখানে কর্মরত নিরাপত্তা সংস্থা তার কর্মীদের ‘ধর্মঘট ভাঙার বোনাস' হিসাবে দু'শ ইউরো দিয়েছে৷

জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়ার মিউনিখ ও ন্যুরেমবার্গ বিমানবন্দরে ধর্মঘটের কোনো ছাপ নেই, কারণ, সেখানকার নিরাপত্তা কর্মীদের সরকারি কর্মচারী হিসাবে গণ্য করা হয়৷

ফ্রাঙ্কফুর্টে জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর৷ বৃহস্পতিবার সকালে সেখান তেকে কোনো ফ্লাইট ছাড়েনি৷ বিমানবন্দর পরিচালনা সংস্থা ফ্রাপোর্ট তাদের ওয়েবসাইটে বলে, ‘‘এই ধর্মঘটের ফলে গোটা দিনজুড়ে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটবে৷ বিশেষ করে, ট্রানজিট অঞ্চলের বাইরের নিরাপত্তা যাচাই স্থানগুলি বন্ধ থাকবে৷''

যাত্রীদের বৃহস্পতিবার বিমানবন্দর এড়াতে অনুরোধ করা হয় ও এয়ারলাইন সংস্থাকে যোগাযোগ করে বিকল্প খোঁজার পরামর্শও দেওয়া হয়৷

জার্মানির মূল এয়ারলাইন লুফটহানসা জানিয়েছে, যাত্রীরা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ফ্লাইট নতুন করে বুক করতে পারবেন৷ পাশাপাশি, যাত্রীদের জার্মানির ভেতর যাত্রার জন্য বিনামূল্যে ট্রেনের টিকিট দেয় তারা৷

 বিমানবন্দরের ভেতর থেকে যাত্রীরা চিৎকার চ্যাঁচামেচি করেন ৷ যাত্রীদের  চোখে মুখে ‘হতাশা ও ভোগান্তির' লক্ষ্য করা যায়।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সংস্থা বিডিএলএস-এর সাথে একাধিক দফায় আলোচনার পর কোনো সমাধান না উঠে আসায় ধর্মঘটের ডাক দেয় কর্মী ইউনিয়ন ভেরদি৷

প্রতি ঘন্টার মজুরিকে দুই দশমিক আট ইউরো বাড়ানোর দাবি বরছেন কর্মীরা৷ বিডিএলএস-এর মুখপাত্র বলেন যে তারা এই বছরে চার শতাংশ ও আগামী বছরে তিন শতাংশ বেতন বাড়াবার প্রতিশ্রুতি দিলেও ইউনিয়নের দাবি মানতে পারছেন না৷

এর আগে, চলতি সপ্তাহে জার্মানির ট্রেন চালকরা ধর্মঘটে বসেন, যা দেশটির ইতিহাসের সবচেয়ে বড় রেল ধর্মঘট ছিল৷ শুক্রবারে স্থানীয় পরিবহন কর্মীদেরও ধর্মঘটে বসার ডাক দিয়েছে ভেরদি৷

banner close
banner close