শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ইরানের নেতাকে চিঠি পাঠালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ২১:২৭

শেয়ার

ইরানের নেতাকে চিঠি পাঠালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে একটি চিঠি দিয়েছেন তিনি। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত একটি সাক্ষাৎকারে ট্রাম্প বিষয়টি জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।  

ট্রাম্প জানান, গতকাল বৃহস্পতিবার ওই চিঠিটি পাঠানো হয়েছে। ট্রাম্প আশা করছেন যে তারা পারমাণবিক আলোচনায় রাজি হবেন।  

চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উদ্দেশ করে লেখা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউসের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই চিঠিতে কী রয়েছে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বলেছি, আপনি (খামেনি) আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে।

ট্রাম্প বলেন, আমি মনে করি তারা চিঠিটির গুরুত্ব বুঝতে পারবেন। অন্যথায় বিকল্প হচ্ছে, আমাদেরই কিছু করতে হবে। কেননা আমরা আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির পরিস্থিতি সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছেন। 

banner close
banner close