শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ভয়াবহ বন্যায় প্লাবিত আর্জেন্টিনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১৪:১০

শেয়ার

ভয়াবহ বন্যায় প্লাবিত আর্জেন্টিনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

প্রচণ্ড ঝড়ের পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার একটি শহর। টানা আট ঘণ্টার মুষলধারে বৃষ্টিপাতের পর সৃষ্ট এই বন্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্যোগের কারণে রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে।

শহরের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং ১১০০ জনেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কায় মুষলধারে বৃষ্টিপাতের পর বন্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আট ঘণ্টার একটানা বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে, ভবন প্লাবিত হয়েছে এবং শহরের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এ ছাড়া ১১০০ জনেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে এবং নবজাতক শিশুদেরও হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে শনিবার শহরের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, অ্যাম্বুলেন্সের পাশাপাশি খাবার ও পানীয় পাঠাচ্ছে, অন্যদিকে উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকাজে সহায়তা করছে।

banner close
banner close