শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

যুক্তরাষ্ট্রে বন্দি অবৈধ অভিবাসীর সংখ্যা ৪৭ হাজার ৬০০ জনে পৌছেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫ ০৯:৩৬

শেয়ার

যুক্তরাষ্ট্রে বন্দি অবৈধ অভিবাসীর সংখ্যা ৪৭ হাজার ৬০০ জনে পৌছেছে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বন্দি শিবিরগুলোতে বর্তমানে আটক আছেন ৪৭ হাজার ৬০০ জন নথিবিহীন অভিবাসী। এদের বেশিরভাগই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর গত প্রায় ২ মাসে গ্রেফতার হয়েছেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ২০ জানুয়ারি যেদিন তিনি শপথ নেন, সেদিন কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেসব আদেশের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল।

আটক কিংবা গ্রেফতার অভিবাসীদের একটি বড় অংশকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, বাকিদের বিভিন্ন বন্দি শিবিরে আটক রাখা হয়েছে। আইসিইর তথ্যকেন্দ্র থেকে জানা গেছে, বন্দি এই ৪৭ হাজার ৬০০ অবৈধ অভিবাসীর মধ্যে ৩২ হাজার ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে ট্রাম্প শপথ নেয়ার পর থেকে শুরু হওয়া অভিযানে। বাকি ১৪ হাজার ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছিল ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে।

এই অভিবাসীদের মধ্যে যেমন পুলিশের তালিকাভুক্ত অপরাধী আছেন, তেমন এমন অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস ব্যতীত আর কোনো অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ নেই।

যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের বিশেষ কারাগারে বা বন্দিশিবিরে রাখা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইসিই যৌধভাবে পরিচালনা করে এসব শিবির। আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, শিবিরগুলোতে মোট বন্দির সংখ্যা কারাগারের ধারণক্ষমতাকে ছাড়িয়ে গেছে।

আইসিই’র পরিচালিত এসব বন্দি শিবিরের মোট ধারণক্ষমতা ৪১ হাজার ৫০০ জন। অর্থাৎ এই মুহূর্তে শিবিরগুলোতে ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত বন্দি আছেন ৬ হাজার ১০০ জন।

 

banner close
banner close