
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটি জানিয়েছে, তারা রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত। এরপরই যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার কোর্টে বল পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতি এখন রাশিয়ার ওপর নির্ভর করছে।’
এমনকি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনকে আতিথ্য দেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এখন যুদ্ধবিরতি রাশিয়ার ওপর নির্ভর করছে, তবে উভয় পক্ষের সাথেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা বিষয়টি দেখবো।’
অবশ্য বিপরীত কিছু হলে আগাম হুমকিও দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেছেন, ‘যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি প্রত্যাখ্যান করেন, তাহলে রাশিয়ার ওপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে।’
আরও পড়ুন: