বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

পাকিস্তানে আত্মঘাতী হামলা ঠেকিয়ে দিলো সেনাবাহিনী, ১০ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১৬:২৪

আপডেট: ১৪ মার্চ, ২০২৫ ১৬:২৫

শেয়ার

পাকিস্তানে আত্মঘাতী হামলা ঠেকিয়ে দিলো সেনাবাহিনী, ১০ সন্ত্রাসী নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সম্ভাব্য আত্মঘাতী হামলা ঠেকিয়ে দিয়েছেন সেনাসদস্যরা। এ সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১০ জন সন্ত্রাসী।

বৃহস্পতিবার প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার জানদোলা এলাকায় সেনাবাহিনীর এক চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনীর আন্ত:বাহিনী সংযোগ দফতর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জানদোলার ওই চেকপোস্টে বেপরোয়া গতিতে প্রবেশের চেষ্টা করে একটি বোমাভর্তি গাড়ি। ঘটনাটি লক্ষ্য করার মাত্র গাড়িটির দিকে গুলি ছোড়া শুরু করেন সেনা সদস্যরা। এতে ওই গাড়ির চালকসহ বাকি ৯ আরোহীর সবাই নিহত হয়।

গাড়িটিতে শক্তিশালী বোমা ফিট করা হয়েছিল। গাড়ির যাত্রীদের কয়েকজনের দেহেও ছিল সুইসাইড ভেস্ট।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় বলেছেন, ‘পাকিস্তানের জনগণ সবসময় সেনাবাহিনীর পাশে আছে।’

 

banner close
banner close