বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

কলকাতায় জাল পাসপোর্ট বানাচ্ছেন বাংলাদেশিরা, দাবি ভারতীয় গণমাধ্যমের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ১০:৩৫

আপডেট: ১৫ মার্চ, ২০২৫ ১১:০৭

শেয়ার

কলকাতায় জাল পাসপোর্ট বানাচ্ছেন বাংলাদেশিরা, দাবি ভারতীয় গণমাধ্যমের
ছবি: সংগৃহীত

কলকাতায় ১০০টির বেশি ভুয়া পাসপোর্ট তৈরি হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম দ্যা ওয়াল। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, এসব পাসপোর্ট যারা বানিয়েছেন তাদের বেশিরভাগ বাংলাদেশি। যদিও এ ঘটনায় এখনো কাউকে গ্রেফাতর করা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল ১৩০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলোর মধ্যে ১২০টির মালিক বাংলাদেশি নাগরিক।

কলকাতার লাগোয়া এলাকা থেকে একটি চক্র ভুয়া পাসপোর্ট বানানোর কাজ করে। জাল নথি তৈরি করানো থেকে পুলিশ ভেরিফিকেশন, সব কিছুর জন্য রয়েছে আলাদা আলাদা দর।

ওয়ালের প্রতিবেদনে বলা হয়, এই চক্রের সঙ্গে যোগাযোগ করেই একাধিক বাংলাদেশি জাল পাসপোর্ট বানিয়েছেন। তবে তারা যোগাযোগ ঠিক কার সঙ্গে করেছিলেন, কত টাকা লেগেছিল, পাসপোর্ট পেলেন কীভাবে, সেইসব তথ্য পুলিশের হাতে আসেনি।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির সন্দেহ, ভুয়া পাসপোর্ট কাণ্ডে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে।

 

banner close
banner close