বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

গাজায় ইসরায়েলি হামলায় ২ দিনে নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ১১:০৬

শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় ২ দিনে নিহত ৮
ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত দুইদিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন এক নারীসহ মোট ৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার সকালে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছেন ৪ জন ফিলিস্তিনি। এ ছাড়া একই সময় গাজার উপকূলীয় এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি মৎসজীবী।

আগের দিন বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই হামলায় এক নারীসহ নিহত হয়েছিলেন ৩ জন।

বৃহস্পতি ও শুক্রবারের হামলার একাধিক প্রত্যক্ষদর্শী তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, গত কয়েক দিন ধেরেই রাফা, গাজা সিটিসহ বিভিন্ন শহরে হামলা করছে ইসরায়েলি সেনারা।

banner close
banner close