
কানাডার রাজনীতিতে নবাগত মার্ক কার্নি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং কখনো যুক্তরাষ্ট্রের অংশ না হওয়ার অঙ্গীকার করে বক্তব্য দিয়েছেন।
এই অর্থনীতিবিদ ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হওয়ার কয়েকদিন পর শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন। এর মধ্যে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চলছে।
শপথের আনুষ্ঠানিকতা সেরে তিনি বলেছেন, ‘আমরা জানি, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা নিজেদের জন্য অনেক কিছু অর্জন করতে পারি, যা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না।’
গত সপ্তাহে লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে বড় জয় পাওয়ার পর কার্নি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন।
যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে কানাডার যোগ দেয়া উচিত বলে ট্রাম্পের করা মন্তব্যের জবাবে কার্নি শুক্রবার বলেন, ‘আমরা কখনোই কোনো রূপেই যুক্তরাষ্ট্রের অংশ হবো না।’
আরও পড়ুন: