
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্য কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। শক্তিশালী এই টর্নেডোর আঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ জনে।
আর এই দুর্যোগে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যের প্রায় আড়াই লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এতে কমপক্ষে ৩১ জন মারা গেছেন, যার মধ্যে কেবল মিসৌরিতে মারা গেছেন ১২ জন।
এ ছাড়া টেক্সাসে ভয়াবহ ধুলোঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, অন্যদিকে ওকলাহোমা এবং আরকানসাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ অনুসারে, স্থানীয় সময় শনিবার বিকেলেও টেক্সাস, মিসৌরি এবং ইলিনয়সহ ছয়টি অঙ্গরাজ্যে ২ লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।
এ ছাড়া মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে এবং এই অঞ্চলে আরও তীব্র ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় এই তিনটি অঙ্গরাজ্যের পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা, এনডব্লিউএস জানিয়েছে, ‘এই আকস্মিক বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে।’
আরও পড়ুন: