
রাশিয়ার কুরস্কে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলা হয়নি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রুশ ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।
এর আগে হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে রাশিয়া সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনারা এখনো রাশিয়ান এবং উত্তর কোরিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, তবে ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে ইউক্রেনীয বাহিনী সম্ভাব্য নতুন আক্রমণের মুখোমুখি হতে পারে বলে শনিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত বছরের আগস্টে ব্যাপক আন্তঃসীমান্ত অনুপ্রবেশের সময় ইউক্রেনীয় সেনারা কুরস্ক অঞ্চলের দখল নিয়েছিল। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া পশ্চিম রাশিয়ান অঞ্চলে কয়েক মাস ধরে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের বিতাড়িত করার কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে রাশিয়া।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনীয় সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে সুদজার কাছে আরও দুটি গ্রাম পুনরুদ্ধার করেছে। আর সুদজা শহরটি গত বৃহস্পতিবার রুশ বাহিনী পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সুদজার আশপাশের এলাকা থেকে ৩০০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন বলেছেন, ‘পুনরুদ্ধারকৃত এলাকাগুলোতে কতজন বাসিন্দা তাদের বসতিতে ফিরে যেতে চান তা নির্ধারণের বিষয়ে আলোচনা করেছেন কর্মকর্তার।’
এমন অবস্থায় প্রেসিডেন্ট জেলেনস্কি তার শীর্ষ জেনারেলের ব্রিফিংয়ের পর সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘কিয়েভের সৈন্যদের কুরস্কে ঘেরাও করা হয়নি, তবে মস্কো পৃথক হামলার জন্য কাছাকাছি এলাকায় বাহিনী জড়ো করছে।’
আরও পড়ুন: