
বেঙ্গালুরুর শহরতলিতে হোলি উদযাপনের সময় মারামারিতে তিনজন নিহত হয়েছেন। একদল মাতাল লোকের মধ্যে মারামারি থেকে এ রক্তপাতের সূত্রপাত।
কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, একটি নির্মাণাধীন ভবনে পার্টি করার সময় এক নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এর জেরে বিহার রাজ্যের একই গ্রাম থেকে আসা ছয়জন শ্রমিকের মধ্যে তর্ক শুরু হয়। তারা কাঠের লাঠি ও লোহার রড ব্যবহার করেও একে অপরের ওপর হামলা চালায়।
প্রথম মৃতদেহটি অ্যাপার্টমেন্টের যাতায়াতের অংশ থেকে উদ্ধার করা হয়, দ্বিতীয়টি একটি কক্ষের ভেতরে এবং তৃতীয়টি অ্যাপার্টমেন্টের বাইরে পাওয়া যায়।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন আনসু এবং রাধে শ্যাম। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
এ ঘটনায় একজন আহত ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। আরও দুইজনের সন্ধানে তল্লাশি চলছে।
আরও পড়ুন: