বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫ ১৬:২২

শেয়ার

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করার পরদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টার এই আলাপচারিতা বেশ ভালো ছিল বলেও বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়েও এ সময় আলোচনা হয়েছে, তবে জেলেনস্কি এ সময় জোর দিয়েছেন, এটা কেবল রাশিয়ার নিয়ন্ত্র থাকা জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেই ঘটতে পারে।

ফোনালাপের পর জেলেনস্কি জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্পের নেতৃত্বে এই বছরই স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব হতে পারে।

গত মাসের শুরুতে হোয়াইট হাউসজে জেলেনস্কির সফরের সময় ট্রাম্পের সঙ্গে তার বাদানুবাদকে ঘিরে যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, ফোনালাপের পরের পরিস্থিতি তার থেকে ভিন্ন বলে মনে করা হচ্ছে।

ওভাল অফিসে বৈঠকের পর বুধবারই প্রথমবারের মতো দুই প্রেসিডেন্ট সরাসরি কথা বললেন। যদিও এর আগে সৌদি আরবে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেন রাজিও হয়।

 

banner close
banner close