বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ইরিত্রিয়ার সাথে যুদ্ধ চায় না ইথিওপিয়া: প্রধানমন্ত্রী আবি আহমেদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ১১:০৪

শেয়ার

ইরিত্রিয়ার সাথে যুদ্ধ চায় না ইথিওপিয়া: প্রধানমন্ত্রী আবি আহমেদ
ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সাথে যুদ্ধ চায় না ইথিওপিয়া। এমনটিই জানিয়েছেন ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদ। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া মূলত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এবং তাদের কোনো সমুদ্রসীমা নেই।

প্রতিবেশী দেশের সমুদ্রবন্দর জোর করে দখলের বিষয়ে ইথিওপিয়া ভাবছে বলে পূর্ববর্তী উদ্বেগের জেরে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থলবেষ্টিত ইথিওপিয়ার সমুদ্রে প্রবেশাধিকার পাওয়ার জন্য প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই বলে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন। এর আগে ২০২৩ সালে একটি পূর্ববর্তী বিবৃতিতে বলা হয়েছিল, একটি সমুদ্রবন্দর থাকা দেশের জন্য অস্তিত্বগত বিষয়।

আর এটিই উদ্বেগের জন্ম দিয়েছিল যে ইথিওপিয়া হয়তো জোর করে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার একটি বন্দর দখল করতে পারে। মূলত অতীতে সম্পর্ক খারাপ থাকা এই দুই প্রতিবেশী আবারো সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন নতুন উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী আবি এই মন্তব্য করলেন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত দেশের সমুদ্র প্রবেশাধিকারের বিষয়টি কূটনীতি এবং পারস্পরিক সুবিধার মাধ্যমে সমাধান করা উচিত।’

banner close
banner close