বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুতি যোদ্ধাদের  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১২:৩৭

শেয়ার

ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুতি যোদ্ধাদের  
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন আগে হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া দুটি প্রকল্পাইলও গুলি করে নামানো হয়েছিল।

হুতি যোদ্ধারা হামলার দায় স্বীকার করে বলেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গোষ্ঠটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ভোরে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে একথা বলেছেন।

শারি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে এই গ্রুপের তৃতীয় হামলা।’

দলটির সামরিক মুখপাত্র প্রমাণ না দিয়েই বলেছেন যে, ‘হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালিয়েছিল।’  

এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যোদ্ধারা।

 

banner close
banner close