বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১৭:৪৩

শেয়ার

ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা
ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ইয়েমেনের আল-হোদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম। বার্তা সংস্থা এএফপিও এ হামলার খবর নিশ্চিত করেছে। 

এএফপি জানিয়েছে, ইয়েমেন ব্যাপক হামলার ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিল ওয়াশিংটন।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি হোদেইদা বিমানবন্দরে হামলাকে ‘আমেরিকান আগ্রাসন’ বলে অভিহিত করেছে। চ্যানেলটি জানায়, লোহিত সাগর উপকূলে হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালানো হয়েছে। 

এদিকে হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনের ৫৩ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হামাসের সমর্থনে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা চালাতে শুরু করে হুতিরা।

এরপর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হুতিদের বিরুদ্ধে হামলা শুরু করেছিলেন। পরে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার হুতিদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করেন।

banner close
banner close