বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

গাজা বিষয়ে চুক্তির জন্য নমনীয় হতে প্রস্তুত ফিলিস্তিনি যোদ্ধারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ২১:১৬

শেয়ার

গাজা বিষয়ে চুক্তির জন্য নমনীয় হতে প্রস্তুত ফিলিস্তিনি যোদ্ধারা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে প্রতিরোধ আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক। ছবি : সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দেশটির রাজধানী আঙ্কারায় বৈঠক করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতিনিধিরা। সেখানে তারা বলেছেন, গাজা উপত্যকায় সর্বাত্মক যুদ্ধবিরতি এবং সেখান থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য হামাস প্রয়োজনীয় সব নমনীয়তা প্রদর্শন করতে প্রস্তুত রয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, হামাস প্রতিনিধিদলের সদস্যরা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা জরুরি বলে মনে করছেন।

তুরস্কের রাজধানীতে আলোচনার পর প্রতিরোধ আন্দোলনের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে হামাস বলেছে, ‘হামাস প্রতিনিধিদলের সদস্যরা জোর দিয়ে বলেছেন, তারা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা জরুরি বলে মনে করছেন।’ একইসঙ্গে তারা বলছেন, অতি দ্রুত গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করা জরুরি।

হামাস আরও বলেছে, গাজা উপত্যকায় ব্যাপক যুদ্ধবিরতি, ফিলিস্তিনি বন্দিদের জন্য জিম্মি বিনিময় এবং গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব নমনীয়তা প্রদর্শন করতে তারা প্রস্তুত রয়েছে।

হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু এর আগে বলেন, মার্কিন প্রেসিডেন্ট বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত গাজা সংঘাত নিরসনের পরিকল্পনা নিয়ে হামাস মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে।

জানুয়ারির মাঝামাঝি সময়ে ইসরায়েল ও হামাস গাজায় বন্দি মুক্তির যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য মিসর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক চুক্তিতে পৌঁছায়।

তিন-পর্যায়ের ওই চুক্তিটি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়। ১ মার্চ শেষ হওয়া চুক্তির ৪২ দিনের প্রাথমিক পর্যায়ে হামাস ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল ১,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

banner close
banner close