বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ : কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫ ১১:৩৯

শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ : কানাডার প্রধানমন্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সব সম্পর্ক ‘শেষ’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 

বৃহস্পতিবার  মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়াতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির।

চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরই তিনি কানাডার সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর গত বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা যানবাহন এবং যানবাহনের যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন বলে ঘোষণা দেন। এমনকি ‘এটিকে স্থায়ী পদক্ষেপ’ বলেও মন্তব্য করেছেন তিনি। এ পরিস্থিতিতে  যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ‘শেষ’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির গভীরতর সংহতকরণ এবং কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার পুরোনো সম্পর্ক শেষ হয়ে গেছে। ’

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মুখে কানাডিয়ানদের ‘আমাদের অর্থনীতিকে মৌলিকভাবে পুনরায় পরিকল্পনা’ করতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের শুল্কারোপের প্রতিক্রিয়া জানাবে যার ‘সর্বোচ্চ প্রভাব’ পড়বে যুক্তরাষ্ট্রের ওপর।

এদিকে লিবারেল পার্টির নেতা কার্নি ১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ পণ্য চুক্তিকে তার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই শুল্কের মাধ্যমে সেই চুক্তি শেষ।'

তিনি আরও বলেন, কানাডীয়রা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রাখতে পারে কিনা তা দেখার বিষয়।

banner close
banner close