বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে চান মিয়ানমারের জান্তা প্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ১৯:০৫

শেয়ার

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে চান মিয়ানমারের জান্তা প্রধান
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিমসটেকের আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং। এই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চান তিনি।

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও জান্তা প্রধান বৈঠক করতে চান বলে বিষয়টি সম্পর্কে অবগত অন্তত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

২০২১ সালে দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসেন মিন অং হ্লেইং। অভ্যুত্থানের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের মাঝে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বিরল সফর করছেন তিনি।

পশ্চিমা বিশ্বের ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন মিন অং হ্লেইং। একই সঙ্গে আসিয়ানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার দায়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের শীর্ষ সম্মেলনেও অংশ নিতে নিষেধ করা হয়েছে তাকে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে একাধিক সূত্র বলেছে, আগামী ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক জোটের বেশির ভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন মিন অং হ্লেইং। যেখানে মিয়ানমারের প্রতিনিধি দল জোটের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জান্তা প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করতে চায়।

 

banner close
banner close