বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

পুতিনের গাড়িতে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫ ১১:৪৯

আপডেট: ৩০ মার্চ, ২০২৫ ১১:৪৯

শেয়ার

পুতিনের গাড়িতে বিস্ফোরণ
পুতিনের গাড়ি বিস্ফোরণ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়িবহরের একটি গাড়িতে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়িটি রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দপ্তরের কাছে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণের সময় গাড়িটিতে কেউ ছিল না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এবং ‘ইউরোউইকলি’ জানিয়েছে, গত ২৯ মার্চ মস্কোর লুবিয়াঙ্কার কাছে ঘটনাটি ঘটে। বিস্ফোরিত হওয়া গাড়িটি একটি অত্যন্ত দামি লিমুজিন। এটি রুশ প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বরাদ্দ ছিল। ফলে ধারণা করা হচ্ছে, পুতিনকে হত্যার উদ্দেশ্যেই হয়তো গাড়িটিতে বিস্ফোরক রাখা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটিতে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এসেছেন। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। পরে ফুয়েল ট্যাংকে বিস্ফোরণ ঘটে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

banner close
banner close