বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের ওপর রাগান্বিত ও বিরক্ত ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫ ১২:২৭

শেয়ার

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের ওপর রাগান্বিত ও বিরক্ত ট্রাম্প
ফাইল ছবি।

তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দীর্ঘ এই সংঘাত বন্ধে জোর তৎপর রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের এই আলোচনায় যুক্ত হয়েছেন তিনি নিজেও।

তবে এখনো মেলেনি আশানুরূপ কোনো সাড়া। এমন অবস্থায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুবই রাগান্বিত ও ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তিনি নিজেই জানিয়েছেন এ কথা।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুবই রাগান্বিত এবং বিরক্ত।’

এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে আক্রমণ করার জন্য পুতিনের ওপর ক্ষুব্ধ। আর তাই যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প।

 

 

banner close
banner close