
ইরান যদি তার পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না পৌঁছে তবে দেশটির ওপর বোমা হামলা এবং বাণিজ্যিক অবরোধ আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব ইরান গত সপ্তাহে প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করলেন। তিনি এনবিসি নিউজকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তারা কথা বলছেন। তবে বিস্তারিত কিছু বলেননি।’
ট্রাম্প এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘তারা যদি চুক্তি না করে, তবে বোমা হামলা হবে। আমি এমন বোমা মারবো, যা তারা আগে কখনো দেখেনি।’
তিনি আরো বলেন, ‘তারা যদি কোনো চুক্তি না করে, তবে এমন হতে পারে যে চার বছর আগে যে বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলাম, তেমনটি আবার করবো।’
ট্রাম্প সম্প্রতি ওমানের মাধ্যমে একটি চিঠিতে নতুন পরমাণু চুক্তি করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, তারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে মার্কিনিদের সাথে সরাসরি আলোচনা করবে না।
এ ছাড়া ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার আবারো বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করছেন।
তিনি বলেন, ‘ইরান অবশ্য সবসময় পরোক্ষ আলোচনায় জড়িত থাকতে চায়। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন।’
আরও পড়ুন: