বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ভারতে জার্মান পর্যটককে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় বিদেশি নারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫ ২০:২০

শেয়ার

ভারতে জার্মান পর্যটককে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় বিদেশি নারীরা
ভারতে জার্মান পর্যটককে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় বিদেশি নারীরা।

ভারতে এবার জার্মানি এ তরুণী পর্যটক ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (৩১ মার্চ) হায়দ্রাবাদে ২৫ বছর বয়সী ওই জার্মান পর্যটককে একজন ক্যাব চালক ধর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার পর অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সংবাদমাধ্যমের তথ্যমতে, ঘটনাটি ঘটেছে পাহাড়ি শরীফ অঞ্চলের মামিদিপলি এলাকার কাছে। তখন ওই তরুণী অভিযুক্তের গাড়িতে করে শহর দেখতে বেরিয়েছিল।

পুলিশ বলেছে ভুক্তভোগী তরুণী তার অভিযোগে বলেছেন, তিনি এবং তার বন্ধু গত ৪ মার্চ হায়দ্রাবাদে আসেন। মূলত ইতালিতে পড়াশোনা করা এক বন্ধুর সাথে দেখা করা তাদের উদ্দেশ্য ছিল

সোমবার, ওই তরুণী এবং তার বন্ধু মিরপেট এলাকায় আড্ডা দিচ্ছিলেন, তখন অভিযুক্ত ব্যক্তি তার ট্যাক্সি নিয়ে এসে শহরের চারপাশে ঘোরাঘুরি করার প্রস্তাব দেয়। তরুণী তার বন্ধুকে ক্যাবে ওঠেন এবং বিভিন্ন যায় ঘুরাঘুরি করে ছবি তোলেন।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামিদিপল্লী এলাকায় যাওয়ার আগে চালক তরুণীর বন্ধুকে নামিয়ে দেয়। এক পর্যায়ে ছবি তোলার অজুহাতে সে গাড়ি থামায় এবং পর্যটককে ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বেঁচে যাওয়া ব্যক্তি তার জার্মান বন্ধুকে বিষয়টি জানিয়ে, তারা দুজনেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

banner close
banner close