
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেখানে উত্তেজনা বিরাজ করছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর নতুন উত্তেজনার জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করেছে।
এক বিবৃতিতে তারা জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।
পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকায় প্রবেশ করেছে।
বুধবার ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বরটওয়াল বলেন, ‘নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খলভাবে এর কার্যকর জবাব দেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।’
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুর্ণবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ ঘটেনি। ওই সময় উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার দিকে পরিচালিত করতে পারে এমন উদ্বেগগুলো সমাধান করতেও সম্মত হন।
এরপর কাশ্মীর সীমান্তে আর বড় ধরনের সংঘাত ঘটেনি। তবে গত ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন: