শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে তোয়াক্কা না করেই হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৫ ০৯:৫৪

শেয়ার

আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে তোয়াক্কা না করেই হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু 
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে তোয়াক্কা না করেই হাঙ্গেরি সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্ত্রী সারা নেতানিয়াহুও এ সফরে তার সঙ্গী হয়েছেন।

বুধবার ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যার পর তাকে বহনকারী বিমানটি তেল-আবিব বিমানবন্দর ছেড়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ।

নেতানিয়াহুর এই সফর চার দিনের।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নির্দেশ এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী-পুরুষ-শিশুর হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। যা এখনো কার্যকর আছে। ২০২৪ সালের নভেম্বরে জারি করা হয় এই পরোয়ানা।

 

banner close
banner close