শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সিরিয়ার দামেস্ক ও হামায় দফায় দফায় ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৫ ১১:৩৫

শেয়ার

সিরিয়ার দামেস্ক ও হামায় দফায় দফায় ইসরায়েলের হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী দামেস্কের একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের চারপাশ ও হামা প্রদেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার অভ্যন্তরে দফায় দফায় অসংখ্যা হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বিমান সিরিয়ার রাজধানী দামেস্ক এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং স্থানীয় গণমাধ্যম।

রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি, সানা জানিয়েছে, বুধবারের এই হামলাগুলো রাজধানীর বারজেহ পাড়ায় অবস্থিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের আশপাশের এলাকা এবং সিরিয়ার হামা শহরের বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছে।

banner close
banner close