শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

ট্রাম্পের সিদ্ধান্তে বিলিয়নিয়ারেরা হারিয়েছেন ২০৮ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৫ ১৩:১৪

শেয়ার

ট্রাম্পের সিদ্ধান্তে বিলিয়নিয়ারেরা হারিয়েছেন ২০৮ বিলিয়ন ডলার
বিলিয়নিয়ারেরা হারিয়েছেন ২০৮ বিলিয়ন ডলার।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তি হারিয়েছেন এ সম্পদ। ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ১৭.৯ বিলিয়ন ডলার কমেছে। যা তার মোট সম্পদের প্রায় ৯ শতাংশ। 

ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি চতুর্থ বৃহত্তম একদিনের পতন। ট্রাম্পের শুল্ক ঘোষণা ৯ শতাংশ শেয়ার পতন হয়েছে অ্যামাজনের জেফ বেজোসের। তার ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয়েছে ১৫.৯ বিলিয়ন ডলার। টেসলার শেয়ারও কমেছে। এতে ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং সরকারি উপদেষ্টা ইলন মাস্ক। তিনি হারিয়েছেন প্রায় ১১ বিলিয়ন ডলার।

অন্য মার্কিন বিলিয়নেয়ারদের মধ্যে যাদের সম্পদ কমেছে তারা হলেন মাইকেল ডেল (৯.৫৩ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (৮.১ বিলিয়ন ডলার), জেনসেন হুয়াং (৭.৩৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (৪.৭৯ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (৪.৪৬ বিলিয়ন ডলার) এবং থমাস পিটারফি (৪.০৬ বিলিয়ন ডলার)। আমেরিকার বাইরের একমাত্র ধনকুবের সম্পদের উল্লেখযোগ্য পতন দেখেছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট।

অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে দেখছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউই জয়ী হবে না। কিন্তু ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার এই দিনটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসাবে অভিহিত করেছেন, ‘আমরা একটি স্বাধীন ও সুন্দর জাতি হতে যাচ্ছি। এই দিনটিকে আপনারা ভবিষ্যতে স্মরণ করবেন। আপনারাই তখন বলবেন, 'তিনি (মি. ট্রাম্প) সঠিক ছিলেন।’ এই দিনটি আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।’

banner close
banner close