বুধবার

৯ এপ্রিল, ২০২৫
২৬ চৈত্র, ১৪৩১
১২ শাওয়াল, ১৪৪৬

মৃত্যুপুরী গাজার সবশেষ পরিস্থিতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫ ০৮:৩৬

শেয়ার

মৃত্যুপুরী গাজার সবশেষ পরিস্থিতি
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর তীব্র আক্রমণে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহর পাঁচটি এলাকা খালি করে দিতে ফিলিস্তিনিদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই অঞ্চল থেকে চালানো রকেট হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়া’ জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সবশেষ হামলায় গাজায় অন্তত ৫০ জন, দক্ষিণ লেবাননে দুজন এবং দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি-মার্কিন বালককে ইসরায়েলি এক বসতি স্থাপনকারী গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়ে কমপক্ষে চারজনকে হত্যা করেছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকেও মৃত বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

 
 
banner close
banner close