
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।
প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও হয়েছে আহত হওয়ার ঘটনা। এরই জেরে এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের এই হামলার জবাব কঠোরভাবে দিতে তিনি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
এদিকে হামাসের এই হামলার জেরে ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংবাদমাধ্যমটি বলছে, হামাস ইসরায়েলের আশদোদ শহরের দিকে ১০টি রকেট নিক্ষেপ করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে উইং অব জায়ন বিমান থেকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাথে ফোনে কথা বলেছেন।
তার অফিসের মতে, নেতানিয়াহু এ সময় কাটজকে কঠোর প্রতিক্রিয়া জানাতে বলেন এবং গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।
আরও পড়ুন: