শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

পশ্চিমবঙ্গে আন্দলোনরত মুসলিমদের উপর লাঠিচার্জ, ইন্টারনেট সেবা বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫ ১০:২৫

শেয়ার

পশ্চিমবঙ্গে আন্দলোনরত মুসলিমদের উপর লাঠিচার্জ, ইন্টারনেট সেবা বন্ধ
ছবি: সংগৃহীত

ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে হওয়া মামলার শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টে শুরু হতে পারে। এ মামলা-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক ক্যাভিয়েট দাখিল করেছে। সরকার অনুরোধ করেছে, মামলার রায় দেওয়ার আগে তাদের বক্তব্য যেন শোনা হয়।

এনডিটিভি জানায়, এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতোমধ্যেই অন্তত ১৫টি মামলা করা হয়েছে। মামলাগুলো দ্রুত শোনার আরজি জানিয়েছিলেন আবেদনকারীরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আবেদনকারীদের বলেছিলেন, সর্বোচ্চ আদালতের ব্যবস্থা অনুযায়ী মামলা লিপিবদ্ধ করা হবে। মঙ্গলবার এনডিটিভি জানায়, ১৬ এপ্রিল মামলা শুনতে সর্বোচ্চ আদালত রাজি হয়েছেন।

ওয়াকফ বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সম্মতি দেয়ায় সেটি আইনে রূপান্তরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার গত মঙ্গলবার আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে। গতকাল মঙ্গলবারই নতুন আইন সারাদেশে বলবৎ হয়েছে।

দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই ভারতের নানা শহরে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইনবিরোধী বিক্ষোভ থেকে আবারো সহিংসতার খবর এসেছে। এর আগে মঙ্গলবার ওই জেলারই রঘুনাথপুরে সহিংসতা ঘটেছিল।

কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে মুর্শিদাবাদ জেলার দুটি থানা এলাকায় পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাত পর্যন্ত চলা ওই সহিংসতায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে কিছু আবাসিক ভবন ও দোকানেও। এদিকে বুধবার সুতি থানা এলাকায় আবারো সহিংসতা হয়েছে।

এ ছাড়া মণিপুর, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, কলকাতাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

banner close
banner close