বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
২ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলি গণমাধ্যমে আবারো বাংলাদেশ: পাসপোর্ট প্রসঙ্গ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ০৮:১০

আপডেট: ১৪ এপ্রিল, ২০২৫ ০৮:৪৪

শেয়ার

ইসরায়েলি গণমাধ্যমে আবারো বাংলাদেশ: পাসপোর্ট প্রসঙ্গ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেনো ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

দীর্ঘ প্রায় চার বছর পর আবারো ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। আর অন্তর্বর্তী সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিষয়টি বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এতে বলা হয়েছে, বাংলাদেশ এক্সসেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলে যেনো কোনো বাংলাদেশি যেতে না পারেন সেটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বাংলাদেশ সংবাদ সংস্থা, বিএসএসকে জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেয়া হয়।

এর আগে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ বাংলাদেশি ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ র‌্যালি করেন। এই সংবাদটিও ইসরায়েলি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এরমধ্যে বার্তা সংস্থা এপির বরাতে টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করে।

banner close
banner close