বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

ইরানে ৮ পাকিস্তানিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ১৩:০২

শেয়ার

ইরানে ৮ পাকিস্তানিকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ইরানে আটজন পাকিস্তানি নিহত হয়েছেন। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে এই খবর বলা হয়েছে। গতকাল রবিবার পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের মেহরেস্তান কাউন্টিতে ঘটা এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

তেহরানে পাকিস্তানি দূতাবাস ও জাহিদানে অবস্থিত কনস্যুলেট হত্যাকাণ্ডের তদন্ত এবং নিহতদের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার জন্য ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, নিহতদের শনাক্তকরণ এবং তাদের মৃত্যুর কারণ সম্পর্কে আরো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

গত বছর তেহরান জানিয়েছিল, তারা পাকিস্তানে জইশ আল আদল (জেএএ) গোষ্ঠীর জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইসলামাবাদ বলেছে,  তারা ইরানে বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন ফ্রন্ট এবং বালুচ লিবারেশন আর্মির ঘাঁটিতে হামলা চালিয়েছে।

সশস্ত্র গোষ্ঠীগুলো এমন একটি অঞ্চলে কাজ চালাচ্ছে, যেখানে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান এবং ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশ অন্তর্ভুক্ত রয়েছে।

উভয় অঞ্চলই অস্থির, খনিজ সমৃদ্ধ এবং মূলত অনুন্নত। গত বছর দুই দেশের পক্ষ থেকে পরস্পরবিরোধী হামলা সাম্প্রতিক বছরগুলোতে সর্বাধিক গুরুত্বপূর্ণ সীমান্ত অনুপ্রবেশের ঘটনা।

 

banner close
banner close