
চীনে তৈরি স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এসব পণ্যকে কেবল একটি নতুন শুল্ক বিভাগের অধীনে আনা হচ্ছে।
এর আগে শুক্রবার একটি সরকারি ঘোষণায় জানানো হয়েছিল, কিছু ইলেকট্রনিকস পণ্য ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক থেকে রেহাই পাবে, যার ফলে সোমবার ইউরোপীয় শেয়ারবাজারে উর্ধ্বগতি দেখা যায়।
তবে আগের দিন রোববার মার্কিন কর্মকর্তারা জানান, এসব পণ্য এখন সেমিকন্ডাক্টর শুল্ক-এর আওতায় পড়বে।
ট্রাম্প জানান, সোমবার তিনি নতুন শুল্কের বিস্তারিত তুলে ধরবেন।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘ওষুধ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস আমাদের দেশেই উৎপাদন করতে হবে। এই নতুন শুল্ক ইতোমধ্যে আরোপিত বৈশ্বিক শুল্কের পাশাপাশি কার্যকর হবে যেগুলো ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।
শনিবার প্রকাশিত একটি কাস্টমস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্মার্টফোন, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক পণ্য চীনের ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্কের বাইরে থাকবে।
তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন, এসব পণ্যের জন্য কোনো শুল্ক অব্যাহতি নেই এবং তিনি ওই কাস্টমস নোটিশ সংক্রান্ত সংবাদকে ভুল বলে দাবি করেন। তিনি বলেন, ‘এই পণ্যগুলো কেবল অন্য একটি শুল্ক বিভাগের আওতায় আনা হচ্ছে।’
আরও পড়ুন: