
২০২৫ সালে হজের উদ্দেশ্যে বৈধ নথি বা পারমিটছাড়া যেসব যাত্রী সৌদিতে যাবেন, তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউজ এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদির পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে দেয়া হয়েছে এই নির্দেশ।
আগামী ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এ নির্দেশ এবং এর মেয়াদ শেষ হবে হজ শেষ হওয়ার পর। নির্দেশ পালন হচ্ছে কিনা, যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউজের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকারি আদেশ না মানার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারিও দেয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে।
ইসলাম ধর্মের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। প্রত্যেক স্বচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি আসেন সৌদিতে।
আরও পড়ুন: