বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫ ০৮:৫২

শেয়ার

পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৫ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর দেশটির একটি আদালত তাকে এই কারাদণ্ড দেন।

একইসঙ্গে তার স্ত্রী ও পেরুর সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরেদিয়াকেও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যদিও প্রসিকিউশন সাবেক এই প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির আরও বেশি শাস্তি দাবি করেছিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালাকে অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রাজধানী লিমার একটি আদালত জানিয়েছে, হুমালা ২০০৬ এবং ২০১১ সালে তার নির্বাচনি প্রচারণার জন্য ব্রাজিলিয়ান নির্মাণ সংস্থা ওডেব্রেখ্ট থেকে অবৈধ তহবিল গ্রহণ করেছিলেন।

একই অভিযোগে তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরেদিয়া, যিনি হুমালার সঙ্গে ন্যাশনালিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতাও। তাকেও দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসিকিউশন চেয়েছিল হুমালার ২০ বছর এবং হেরেদিয়ার ২৬ দশমিক ৫ বছরের সাজা। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে বিচার চলার পর মঙ্গলবার আদালত এই বহুল প্রত্যাশিত রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ৬২ বছর বয়সী হুমালা আদালতে উপস্থিত ছিলেন, আর তার স্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। তবে দুজনেই শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।

 

banner close
banner close