শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

কিয়েভে রাশিয়ার হামলায় খুশি নন ডোনাল্ড ট্রাম্প 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১৭:৩৬

শেয়ার

কিয়েভে রাশিয়ার হামলায় খুশি নন ডোনাল্ড ট্রাম্প 
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের হামলায় খুশি নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের এই হামলা বন্ধ করা উচিত বলে উল্লেখ করলেও রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়া হতে পারে কিনা তা তিনি বলেননি।

বুধবার রাতভর কিয়েভে রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। গত জুলাইয়ের পর এটাই কিয়েভে সবচেয়ে মারাত্মক হামলা বলে দাবি করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে উভয় পক্ষের ওপর অনেক চাপ দিচ্ছেন।

গত বছর প্রেসিডেন্ট পদে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি বলেছিলেন, বিজয়ী হলে দ্রুতই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সক্ষম হবেন। তবে দুই দেশের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে যখন আলাপ চলছিল তার মধ্যেই নতুন করে এই অস্থিরতা তৈরি হলো।

সচরাচর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা না করলেও ট্রুথ সোশ্যালের একটি পোস্টে কিয়েভে হামলার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প লিখেছেন, ‘প্রয়োজন ছিল না এবং সময়টা খুব খারাপ, ভ্লাদিমির, থামুন।’

সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার দখলদারিত্ব মেনে নেয়ার জন্য ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর যখন চাপ বাড়ছে তার মধ্যেই এই হামলা হয়েছে।

এদিকে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যেতে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ শুক্রবার মস্কোয় পুতিনের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

 

banner close
banner close