রবিবার

২৭ এপ্রিল, ২০২৫
১৩ বৈশাখ, ১৪৩২
২৯ শাওয়াল, ১৪৪৬

নিজ দেশের ভূখণ্ডে বিমান হামলা চালালো ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১৪:১৫

শেয়ার

নিজ দেশের ভূখণ্ডে বিমান হামলা চালালো ভারত
ছবি: সংগৃহীত

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে অসাবধানতাবশত এমনটি হয়েছে বলে দাবি আইএএফ-এর।

শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মনোজ সাগরের বাড়িতে বিমানবাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অবিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানায় আইএএফ।

 

banner close
banner close