
লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি নিউজ এ তথ্য জানিয়েছে। হামলাকারীরা ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
লন্ডন থেকে সংবাদদাতা মুর্তজা আলী শাহ জানান, পাকিস্তান হাইকমিশনের জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনের সাদা দেয়াল ও ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাইকমিশনের কর্মকর্তারা সম্পত্তির ক্ষতির কথা জানিয়েছেন।
এর একদিন আগে, শনিবার হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় পুলিশ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম এবং সেনারা পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। তিনি বলেন, দেশের স্থিতিস্থাপকতা ও শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রোথিত। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ।
হাইকমিশনে হামলার ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: