বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

কলকাতার বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ০৯:৩১

শেয়ার

কলকাতার বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত
ছবি: সংগৃহীত

কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন।

নিহতদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বড়বাজারের ঋতুরাজ নামের হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুন লাগে এবং তা ৬ তলা সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।’

ঋতুরাজ হোটেলের একতলায় ছিল একটি গুদাম, দোতলায় রেস্তোরা। বাকি তিন থেকে ৬ তলা পর্যন্ত ছিল অতিথি ও কর্মীদের থাকার ঘর।

আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে যায় এবং তাদের প্রচেষ্টায় রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

banner close
banner close