
ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদে জরিপ নিয়ে আর কোনও নির্দেশ দিতে পারবে না স্থানীয় নিম্ন আদালত।
শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। একইসাথে নিম্ন আদালতের জরিপের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে এই বেঞ্চ।
আগামী ৬ জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনও জরিপের কাজ চালানো যাবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত।
দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ওই সময়সীমার মধ্যে মসজিদ পরিচালনা কমিটিকে এ বিষয়ে ইলাহাবাদ হাই কোর্টে আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই যে জরিপের কাজ হয়ে গিয়েছে, তা মুখবন্ধ খামে জমা দেয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: মসজিদ ভেঙ্গে মন্দির বানানোর চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি
উল্লেখ্য সম্ভলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয়, সেখানকার শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। গত ১৯ নভেম্বর মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক মসজিদে সেই দিনই জরিপের নির্দেশ দেন। প্রথম দিনের জরিপের পর গত ২৪ নভেম্বর দ্বিতীয় বার জরিপের সময়ে উত্তেজনা ছড়ায়। তাতে ৩ জনের মৃত্যু হয়।
শাহি মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছে, ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইনে স্পষ্ট বলা হয়েছে কোনও মন্দির-মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। ১৯৪৭-এ স্বাধীনতার সময় যেখানে যা ছিল, তেমনটাই রাখতে হবে। স্বাধীনতার আগে কোনও মন্দির ভেঙে মসজিদ হয়ে থাকলেও এখন যেখানে মসজিদ রয়েছে, সেখানে মসজিদই থাকবে। এই নীতি মেনে চললে, কোনও মসজিদ আগে মন্দির ছিল বলে দাবি উঠলেও সেখানে আর জরিপের মত সিদ্ধান্ত নেয়া যায় না।
সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, যে কোনও মূল্যে সম্ভলে শান্তি সাম্পদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। গত ২৪ নভেম্বরের পর থেকে সম্ভলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।
আরও পড়ুন: